ইত্তিহাদ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫
- Home
- ইত্তিহাদ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫
ইত্তিহাদ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫
📢 ঘোষণা
ইত্তিহাদ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫
বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশন – ইত্তিহাদ-এর উদ্যোগে মিশরে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আয়োজিত হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী প্রবন্ধ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে মুসলিম সভ্যতার হারানো গৌরব, ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে জানানো, গবেষণায় উদ্বুদ্ধ করা এবং জ্ঞানচর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করা।
📝 প্রতিযোগিতার বিষয়সমূহ (৫টি):
প্রবন্ধের বিষয়:
১) বিনয়ী রাসুলুল্লাহ (সা:) – উম্মাহর সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
২) আল আযহার বিশ্ববিদ্যালয়- সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় অনস্বীকার্য অবদান।
৩) “হারিয়ে যাওয়া আন্দালুস- কেনো হারালাম!”
৪) “ফিলিস্তিন-যেনো সমগ্র উম্মাহর হৃদয়ের অবহেলিত ক্ষত”- প্রেক্ষাপট এবং সমাধান।
৫) এশিয়ায় নব্য ভারতীয় আগ্রাসনের প্রেক্ষাপট মুসলিমদের করণীয়।
৬) “জুলাই ৩৬ এবং আপনার চোখে স্বপ্নের ভবিষ্যৎ বাংলাদেশ “
📆 সময়সূচি:
➡️ নিবন্ধন শুরুঃ আজ থেকেই
লিংক: https://forms.gle/uBGXxYAnGLGWLvPB9
➡️ প্রবন্ধ জমা দেওয়ার শেষ সময়ঃ ২০ সেপ্টেম্বর
➡️ ফলাফল ঘোষণাঃ ২২ সেপ্টেম্বর
🏆 আকর্ষণীয় পুরস্কার:
প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান, চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকারীদের জন্য থাকবে বিশেষ পুরস্কার, সার্টিফিকেট এবং সম্মাননা।
🕌 আসুন, মুসলিম ঐতিহ্যের গৌরবগাঁথা ইতিহাসকে জানি, জানাই, ও চর্চা করি।
✍️ আপনার চিন্তা, বিশ্লেষণ ও গবেষণার স্বাক্ষর রাখুন ইত্তিহাদ প্রবন্ধ প্রতিযোগিতায়।
👉 নিয়মাবলি
১) অব্যশ্যই কপি রাইট বা Ai ব্যাবহার করা যাবে না। ধরা পড়লে বাতিল হওয়ার পাশাপাশি জনসম্মুখে বিদ্যা চুরির এলান হতে পারে।
২) সর্বনিম্ন ১ হাজার শব্দের হতে হবে।
৩) Pdf কিংবা ওয়ার্ড ফাইল আকারে জমা দিতে হবে।
৪) প্রথম পেইজে নিজের নাম, পড়াশোনার বৃত্তান্ত, ফোন নাম্বার ও অবস্থান উল্যেখ করতে হবে।
৫) আবেদনকারী মিশরের যে কোন শিক্ষার্থী হতে হবে।
আবেদনের লিংক 👇
https://forms.gle/uBGXxYAnGLGWLvPB9
আয়োজনে-
সাংস্কৃতিক বিভাগ
বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশন, মিশর।
Organized by
Bangladesh Student Organization Egypt
Deadline
Septembor 20, 2025 12:00 PM
Contact Us
সাংস্কৃতিক বিভাগ - বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশন, মিশর।