দারুল ইফতা মিশর

ইফতা শর্ট কোর্স ২০২৫

আলহামদুলিল্লাহ,
জ্ঞান পিপাসু শিক্ষার্থীদের জন্য সুখবর, ইত্তিহাদের উদ্যোগে দারুল ইফতা মিশর এর তারবিয়্যাত বিভাগের এর অংশ হিসেবে বিশেষ একটি কোর্স আয়োজিত হতে যাচ্ছে।

যেখানে স্বল্প মেয়াদী ইফতা বা যে কোন তাখাসসুসী বিষয়ের দারস অনুষ্ঠিত হবে। প্রাথমিক ভাবে ৫০ জন শিক্ষার্থীদের জন্য কোর্সটি ইত্তিহাদের বরাত দিয়ে আমরা বরাদ্দ এনেছি, এর ধারাবাহিকতা ও মান রক্ষা করতে পারলে আমাদের জন্য সবসময় সুযোগ সুবিধা থাকবে।

👉 কোর্সের বিষয়: ফিকহী যে কোন বিষয়, পরে জানানো হবে।
👉 সময়: নাম সহ কাশপ জমা দিলে জানা যাবে।
👉 মেয়াদকাল: সর্বোচ্চ ৩ মাস ব্যাপী।
👉 আয়োজক: দারুল ইফতা মিসর, সরাসরি।
👉সহোযোগি: বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর।
👉 ইজাজা: কোর্স শেষে দারুল ইফতার শাহাদা থাকবে।
👉 কোর্স ফি: সম্পূর্ণ ফ্রি
👉 রেজিষ্ট্রেশন : শুধুমাত্র কুল্লিয়া ৪র্থ থেকে দিরাসা উলিয়্যা বা এমফিল/ডক্টরেট ভাইদের জন্য।

তবে পরবর্তীতে জুনিয়রদের জন্য ও সুযোগ সুবিধা থাকবে, ইনশাআল্লাহ।

👉 রেজিষ্ট্রেশন লিংক:

https://forms.gle/ctWaxzEXmHG7FgFn6

আয়োজনে,
শিক্ষা বিভাগ,
বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর,
২০২৪/২৫ সেশন।

Organized by

Bangladesh Student Organization Egypt

Deadline

3 Months

Contact Us

শিক্ষা বিভাগ, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন, মিশর।

Share :