আমাদের পিরিচিতি

ইত্তিহাদের সাংবিধানিক পরিচয়

সংগঠনের নামঃ

বাংলায়ঃবাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন,মিসর।
আরবীতেঃاتحاد طلبة بنغلاديش بمصر
ইংরেজীতেঃ Bangladesh Students Organization, Egypt.

পরিচিতিঃ
এটি মিসরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব মূলক অরাজনৈতিক সংগঠন, যা ২০০৫ইং সালে প্রতিষ্ঠা লাভ করে।

লক্ষ্য-উদ্দেশ্যঃ
১. মিসরে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি ও তা উত্তরোত্তর বৃদ্ধি করা।
২. সুপ্ত প্রতিভার বিকাশ ও লালন।
৩. শিক্ষার্থীদের সমস্যাবলী সমাধানে কার্যকরী ভূমিকা পালন করা।
৪. সুস্হ চিন্তাধারা সৃজনশীল কর্মকান্ডে উদ্ধুদ্ধ করা এবং মধ্যপন্থা অবলম্বনে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করা।

মূলনীতিঃ
সংগঠনের মূলনীতি পাঁচটি আদর্শ, শিক্ষা, শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগ।
ধারা নং

সাধারণ সদস্যঃ

মিসরস্হ যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী নাগরিক অর্গানাইজেশনের সাধারণ সদস্য হিসেবে গণ্য হবে। এবং সকল সদস্যকে প্রতিবছর নির্ধারিত ফরম নবায়ন করতে হবে।

কর্মসূচীঃ

১. নতুন ছাত্রদের ভর্তি সহযোগীতা।
২. ছাত্রদের আবাসন সমস্যা সমাধান।।
৩. নবীন বরণ ও বিদায়ী ছাত্রদের সম্মাননা অনুষ্ঠান।
৪. সাংস্কৃতিক সন্ধা, শিক্ষা সেমিনার ও বিষয় ভিত্তিক কোর্সের আয়োজন।
৫. নিজস্ব ওয়েব ও সাময়িকী প্রকাশ।
৬. মেধাবী ছাত্রদের পুরষ্কার প্রদান।
৭. শিক্ষা সফর ও বিভিন্ন খেলাধুলার আয়োজন।
৮. ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।
৯. বার্ষিক সাধারণ সভার আয়োজন ।১০. ছাত্রদের মুয়াদালার কাজ সম্পাদন।
১১. ভিসা জটিলতায় সর্বোচ্চ সহযোগিতা এবং পরামর্শ